1 w

লাস্ট কয়েকদিনে অস্ট্রেলিয়া যেভাবে ইন্ডিয়ানদের ট্রল করছে, তার আগে কানাডা ও যুক্তরাষ্ট্রও তাদের নিয়ে অনেক সমালোচনা করেছে। বুঝতে পারলাম, মিডল ইস্টের দেশগুলো ছাড়া আর কোনো দেশই তাদের অতি মাতব্বরি সহ্য করতে পারছে না।
আসলে এসব আরবের শেখদের কথায় কথায় বাবা ডাকলে সাথে প্রতি কথায় হাঁ সূচক উত্তর  দিলেই  হইছে, ফিদা হয়ে যায়। আমাদের প্রতিবেশী দেশের নাগরিকেরা এসব চামচামি ভালো পারলেও আমরা পারিনা। যার কারণে সারা বিশ্বের কাছে এরা পচানি খাইলেও, আরবদের কাছে এরা যদু মধু রাম সাম..