মেয়েদের জন্য সতর্কবার্তা!

বান্ধবী বা কাজিনের ফোনে কখনো ছবি তুলবেন না। গ্রুপ ফটো তো তুলবেন না, এমনকি সিঙ্গেল ফটোও না। কারণ এই ছবি তার ভাই, হাজবেন্ড ও অন্যান্যদের চোখে পড়বে। তাদের কাছেও চলে যাবে।

একইভাবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে বান্ধবী, বোন বা কাজিনকে ছবি পাঠাবেন না।

এসব প্ল্যাটফর্মে ছবি আদান প্রদান করবেন না। এগুলো পুরোপুরি অনিরাপদ। ভিডিও কল করা থেকেও বিরত থাকবেন। আপনার ছবি ইডিট করে পর্ণ/সাইট বা চটি পেইজে ছেড়ে দেওয়া হতে পারে। আর এসব ছবি ও ভিডিও ব্যবহার করে ব্লাকমেইল করার নজিরও কম নয়।

■ আবুল হাসানাত কাসিম হাফি.